Bangladesh

জনসাধারণের জন্য খুলল বনানী ওভারপাস

জনসাধারণের জন্য খুলল বনানী ওভারপাস

| | 25 May 2013, 03:15 pm
ঢাকা, ডিসেম্বর ২৭: ঢাকায় ৮০৫ মিটার বনানী ওভারপাস (ফ্লাইওভার) যাতায়াতকারীদের জন্য খোলা হল বৃহস্পতিবার।

 এই ওভারপাস বনানী রেল ক্রসিং-এর ওপর দিয়ে ট্রাফিকের মুক্ত প্রবাহে সাহায্য করবে।

 
প্রতিদিন এই রেল ক্রসিং দিয়ে ৭২টি ট্রেন যায়; যার ফলে বিমানবন্দরে যাওয়ার রাস্তায় বিশাল জ্যাম সৃষ্টি হয়।
 
এই ওভারপাস যাত্রীদের রেল ক্রসিং-এ অপেক্ষা করার থেকে মুক্তি দেবে।
 
অধিকর্তারা বলেন তাঁরা আশা করেন যে ৩০,০০০-এর বেশী মোটরগাড়ি চালকেরা এই ফ্লাইওভার ব্যাবহার করবে। 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ওভারপাস উদ্বোধন করেন।
 
৳ ১২০ কোটির এই প্রকল্প মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার প্লানের অন্তর্ধিন।
 
মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার আগামী জুনে সম্পূর্ণ হবার কথা আছে।