Bangladesh

মারা গেলেন নজরুল সঙ্গীতজ্ঞ সহরাব হোসেন

মারা গেলেন নজরুল সঙ্গীতজ্ঞ সহরাব হোসেন

| | 25 May 2013, 03:16 pm
ঢাকা, ডিসেম্বর ২৭: বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতজ্ঞ সহরাব হোসেন ঢাকার এক হাসপাতালে বৃহস্পতিবার মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১।

 তিনি সকাল ৭টা নাগাদ স্কোয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 
পরিবার সুত্র অনুযায়ী সহরাবকে নভেম্বর ২৯-এ হাসপাতালে ভর্তি করা হয় প্রচণ্ড ঘাড়ের যন্ত্রণার কারণে।
 
তিনি অনেক বয়সজনিত রোগে ভুগছিলেন।
 
সহরাব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে জন্মগ্রহণ করেন এপ্রিল ৯, ১৯২২।
 
তাঁর জন্ম নদিয়া জেলার আয়েশতোলা গ্রামে।
 
তিনি নজরুল সঙ্গীতের পুনঃপ্রচলন করার ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
 
১৯৪০ ও ১৯৫০-এর দশকে নজরুল সঙ্গীতকে বিকৃত করা গাওয়ার এক প্রচলন শুরু হয়।
 
সহরাবকে জানা হয় সঠিক স্বরলিপি মেনে নজরুলগীতি গাওয়ার জন্য।