Bangladesh

বাংলাদেশ বিএনপির দিনভর হরতাল

বাংলাদেশ বিএনপির দিনভর হরতাল

| | 26 May 2013, 03:28 am
ঢাকা, মার্চ ১২: বাংলাদেশ ন্যাশানালিষ্ট পার্টির (বিএনপির) নেতৃত্বে ১৮ পার্টির জোটের ডাকা মঙ্গলবারের দেশব্যাপী দিনভরের হরতালে বাংলাদেশের মানুষকে হেনস্তা হতে হয়।

 খালেদা জিয়ার বিএনপির নেতৃত্বে বিরোধীপক্ষ এই হরতালের ঘোষণা করে সোমবারে তাদের একটি মিছিলে পুলিশের \'উত্ত্রাসন\'-এর প্রতিবাদ করতে।

 
মঙ্গলবার ঢাকায় পুলিশের সাথে হরতালকারীদের সংঘর্ষ বাধে।
 
 এক পুলিশ কনস্টেবল সহ ২০জন আহত হয় যখন পুলিশ ও বিএনপি সদস্যদের সংঘাত হয় সিরাজগঞ্জ সদর উপজেলায়।
 
অগ্নিসংযোগ এবং ভাংচুরের খবর আসে চাঁদপুর, চট্টগ্রাম, দিনাজপুর, কুমিল্লা ও রাজশাহী থেকে।  
 
হরতাল সমর্থকরা  যাত্রাবাড়ী আলাকায় হাতবোমা বিস্ফোরণ করে ও টায়ার পুড়িয়ে মিরপুর ও গাবতলিতে রাস্তা অবরোধ করার চেষ্টা করে।
 
তারা কুমিল্লার লাকসাম এলাকায় রেল ট্র্যাক অবরোধ করে।
 
পুলিশ সোমবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলের প্রধান জিয়ানুল আব্দিন ফারুক ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সহ পার্টির অনেক শীর্ষ নেতারদের ঢাকার নয়াপল্টনে দলের সদর দপ্তর থেকে গ্রেফতার করে।     
 
বাকি গ্রেফতারিত নেতারা হলেন প্রাক্তন গৃহমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম সাধারণ সচিব - রুহুল কবির রিজভী আহমেদ ও আমানুল্লা আমান -, এবং  ঢাকা শহর ইউনিট সদস্য সচিব আব্দুস সালাম।
 
আইনরক্ষকরা ৭০জনেরও বেশী নেতা ও সক্রিয় কর্মীদের গ্রেফতার করে নয়াপল্টনে দলের সদর দপ্তর থেকে। 
 
অফিসের কর্মীদেরও আটক করা হয়।
 
তাদের সবাইকে মঙ্গলবার মুক্ত করে দেওয়া হয়।