Bangladesh

খালেদা উন্মাদ হয়ে গিয়েছেনঃ মাহমুদ
ঢাকা, ডিসেম্বর ৩০: বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদ সোমবার বলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন।
"খালেদা জিয়া তাঁর মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, তিনি উন্মাদ দয়ে গেছেন কেননা মানুষ তাঁর ডাকে সাড়া দিচ্ছেন না," মাহমুদ বলেন।
প্রসঙ্গত, রবিবার বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির \'মার্চ ফর ডেমোক্রেসি\' কর্মসূচী ভেস্তে যায় কেননা তাতে যথেষ্ট সংখ্যক মানুষ অংশগ্রহণ করে না।
খালেদা দেশের সব মানুষকে আহ্বান জানান ডিসেম্বর ২৯ তারিখে দলের ডাকা \'ঢাকা চলো\' পদযাত্রায় সামিল হতে ও সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যাতে তারা জানুয়ারি ৫এর সংসদীয় নির্বাচন রধ করে।
কিন্তু, আওয়ামী লীগ কর্মীরা ও পুলিশ শহরে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেয়।