Bangladesh

তিন উত্তর জেলায় শিবিরের হরতাল শুরু

তিন উত্তর জেলায় শিবিরের হরতাল শুরু

| | 26 May 2013, 06:40 am
ঢাকা, এপ্রিল ২২: ইসলামী ছাত্র শিবিরের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শুরু হয় সোমবার বাংলাদেশের তিন উত্তর জেলায় - রাজশাহী, চাঁপাই নবাবগঞ্জ ও জয়পুরহাটে।

 পুলিশ জানায় এখনো পর্যন্ত এই হরতাল শান্ত গতিতে অগ্রসর হচ্ছে।

 
জামাত-এ-ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই হরতালের ডাক দিয়েছে তাদের "নিখোঁজ" নেতা আনোয়ারউল ইসলাম মাসুমকে খুঁজে বের করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে।
 
শিবির রাজশাহী শহর ইউনিটের দপ্তর সম্পাদক মাসুম এপ্রিল ৪ থেকে নিখোঁজ।
 
শিবিরের অভিযোগ রাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কর্মীরা মাসুমকে এপ্রিল ৪ ভোরবেলায় দারিখারবোনায় তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়; যদিও রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই অভিযোগ নাকচ করেছে।
 
ইতিমধ্যে জামাত ও বিএনপির নেতৃত্বে ১৮ পার্টি জোটের সহযোগী সংস্থাগুলি জয়পুরহাটে সোমবার একটি দিনব্যাপি হরতাল পালন করছে জামাতের জয়পুরহাট জেলা যুগ্ম সচিব প্রোফেসর মোঃ নজরুল ইসলামের মুক্তির দাবীতে। 
 
জামাতের দাবী ইসলামকে সাদা পোশাকের পুলিশ এপ্রিল ১১ তারিখে সাহেবপাড়ায় তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
 
সোমবার রাজশাহীতে একটি ট্র্যাক ভাংচুর করা হয় ও শিবিরের কর্মীরা তিন জেলার বিভিন্ন অঞ্চলে মিছিল বের করে ও টায়ার পোড়ায় তাদের হরতালের সমর্থনে।
 
যদিও, শিবিরের তরফ থেকে জানানো হয় যে চলতে থাকা এইচএসসি পরীক্ষা এই হরতালের আওতা থেকে বাইরে থাকবে।