Bangladesh

ধর্ষণের ভিডিও লিকের জন্য ২ গ্রেফতার
ঢাকা, অগাস্ট ২৪: বাংলাদেশ পুলিশ শনিবার জানায় তারা শুক্রবার রাতে দুইজনকে গ্রেফতার করেছে একটি কলেজ ছাত্রীর ধর্ষণের ভিডিও ইন্টারনেটে লিক করার জন্য।
তাদের নরসিংদী জেলার নেহাব গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারিতরা হল এলিয়াস খান, বিসমিল্লাহ টেলিকমের মালিক, ও তার সহকারী বুলবুল মিয়াঁ।
পুলিশ জানায় বারো গ্রেডের ছাত্র আওলাদ হোসেন ১১ গ্রেডের একটি ছাত্রীর সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ে। সে মেয়েটিকে বিয়ে করার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে ও সে ঘটনার ভিডিও তুলে রাখে তার মোবাইলে।
মেয়েটি আওলাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে সে সেই ভিডিওটি অগাস্ট ২২এ ইন্টারনেটে আপলোড করে দেয়।
এই ঘটনার পড়ে আওলাদ গা ঢাকা দেয়।