Bangladesh

মনে হয় না কোন দল নির্বাচন বয়কট করবেঃ হাসিনা

মনে হয় না কোন দল নির্বাচন বয়কট করবেঃ হাসিনা

| | 11 Jun 2013, 12:13 pm
ঢাকা, জুন ১১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেন তিনি মনে করেন বাংলাদেশের সব রাজনৈতিক দলই পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবে।

 "বাংলাদশের মানুষ গণতন্ত্র ভালোবাসেন। তাদের মানসিকতা নির্বাচন-বিরোধী না। আমার মনে হয় না কোন রাজনৈতিক দল নির্বাচন বয়কট করবে," হাসিনা বলেন মঙ্গলবার তাঁর কার্যালয়ে বাংলাদেশে ডেনমার্কের বিদায়ি রাষ্ট্রদূত এসভেণ্ড ওলিং-এর সঙ্গে তাঁর সাক্ষাৎকারের সময়।

 
"দেশের মানুষ পরবর্তী নির্বাচনের জন্যে উন্মুখ হয়ে আছেন। এই অবস্থায় আমার মনে হয় না কেউ সাধারণ মানুষের ইচ্ছার বিরুদ্ধে যাবেন," জানান হাসিনা।
 
 প্রধানমন্ত্রী বলেন পরবর্তী সাধারণ নির্বাচন বিশ্বের সব গণতান্ত্রিক দেশের নির্বাচনের আদর্শ অনুযায়ী অনুষ্ঠিত হবে।
 
"সরকার একটি বিশ্বাসযোগ্য পদ্ধতিতে নির্বাচন অধিষ্ঠিত করতে প্রতিশ্রুতিবদ্ধ," তিনি বলেন।
 
"আওয়ামী লীগ সরকারের অধীনে গত সাড়ে চার বছরে সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি নিয়ে কোন অভিযোগ ওঠে নি," হাসিনা বলেন।