Bangladesh

শুধু সন্ত্রাসীদের ধরছিঃ কামাল

শুধু সন্ত্রাসীদের ধরছিঃ কামাল

| | 03 Feb 2018, 06:08 am
ঢাকা, ফেব্রুয়ারি ২ঃ যারা বিশৃঙ্খলা ও নাশকতার সঙ্গে জড়িত, প্রমাণসাপেক্ষে সেই সমস্ত ব্যাক্তিদের গ্রেপ্তার করেছে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আজকে এই কথাটি বলেছেন।

উনি বিএনপিকে ‘নির্বাচন থেকে দূরে রাখতে’ দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করার অভিযোগ অস্বিকার করে এই মন্তব্যটি করেন।

 

“এখানে কোনো রাজনৈতিক ব্যাপার নাই। আমরা সন্ত্রাসীদের ধরছি। যারা ভাংচুরের সাথে জড়িত ছিল, যারা রাইফেল ছিনতাই করতে যাচ্ছিল, যারা পুলিশের ভ্যান থেকে অপরাধীদের ছিনিয়ে নিতে চাচ্ছিল তাদেরকে আমরা ধরার চেষ্টা করছি," কামাল বলেন।

 

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় কথা মাথায় রেখে   পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপিকর্মীরা গত সপ্তাহে জড়িয়ে পরে।

 

গাড়ি ভাঙচুরের ঘটনা থেকে পুলিশের উপরে হামলা হয় এই সময়।

 

নিরবাঞ্চের আগে গণগ্রেপ্তারের বিষয়টি তুলে ধরে কামাল বলেনঃ "নির্বাচন তো অনেক দূরে রয়েছে। তার আগে আপনারা দেখছেন বেগম জিয়া যখন আদালতে যাচ্ছেন, সেখানে যাওয়ার পথে আসার পথে যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আপনারা দেখেছেন পুলিশের রাইফেল ভেঙে ফেলেছে।"

 

বিএনপি নেত্রী খালেদা জিয়া আজ আবার একবার বলেছেন যে ওনার দল চায় যে আসন্ন সাধারণ নির্বাচন যেন ‘নির্দলীয় সরকারের অধীনে’ হয়।

 

জিয়া বুঝিয়ে দিয়েছেন যে  এই নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত করতে ওনারা অনড়।

 

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় সামনে রেখে শনিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার উদ্বোধনী অধিবেশনে এই মন্তব্যগুলি করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী।

 

দেশের সরকারকে হুঁশিয়ারি দিয়ে জিয়া বলেন তারা যেন 'শান্তিপূর্ণ পরিবেশ' তৈরি করেন।

 

"হিংসা-বিদ্বেষ, হানাহানি বন্ধ করে দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন। আমরা কখনো প্রতিহিংসা করব না," জিয়া বলেন।

 

দশম সংসদ নির্বাচন বর্জন করেছিল জিয়া।


দশম জাতীয় সংসদ নির্বাচনের ওই দিনটি কে গত কিছু বছর ধরে বিএনপি   ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে চলেছে।

 

গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে ৫ জানুয়ারি তারিখটিকে পালন করে আওয়ামী লীগ।

 

হোটেল লো মেরিডিয়ানে বিএনপির নির্বাহী কমিটির সভা আজ উদ্বোধন করেছেন জিয়া।

 

"এই প্রতিবাদ ও প্রতিরোধ হবে আমাদের শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক। সেই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি যে হবে, সেই কর্মসূচিতে আমি জনগনকেও আহবান করব," সাবেক প্রধানমন্ত্রী বলেন।

 

‘গণতন্ত্র ফিরিয়ে আনতে’ শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করতে দলের নেতাদের ইঙ্গিত দিয়েছেন জিয়া।