Bangladesh

দীপু মনির বাড়িতে বোমা আক্রমণ

দীপু মনির বাড়িতে বোমা আক্রমণ

| | 29 May 2013, 01:12 pm
ঢাকা, মে ২৮: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ডঃ দীপু মনির বাড়িতে তিনটি হাতবোমা বিস্ফোরণ করে।

 সেই সময় বাড়িতে ছিলেন দীপু মনির স্বামী তওফিজ আহমেদ ও তাদের বিশ্ববিদ্যালয়ে পাঠরত পুত্র ও কন্যা

 
"দীপু মনির স্বামী ও তাদের দুই সন্তান সহ কেউই এই ঘটনায় আহত হন নি," জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম কবির।
 
"দীপু মনিকে এই খবর ফোনে জানানো হয় যখন তিনি ব্রুসেলস যাওয়ার পথে লন্ডনে কিছুক্ষণের জন্যে রুখেছিলেন," বলেন কবির। 
 
ঘটনাটি ঘটে সকাল পাঁচটা পনেরো নাগাদ।
 
এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি বলে জানায় পুলিশ।