Bangladesh

কক্সবাজারে রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে

কক্সবাজারে রোহিঙ্গাদের শিবির পরিদর্শন করলেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে

| | 06 Feb 2018, 04:16 am
ঢাকা/ কক্সবাজার, ফেব্রুয়ারি ৬ঃ নিজের বাংলাদেশ সফরের তৃতীয় দিনেই রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়ে জানতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে মঙ্গলবার কক্সবাজার সফরে গেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশেষ উড়োজাহাজে তিনি পৌঁছান কক্সবাজার।

 

সদর হাসপাতাল পরিদর্শ করবার পরে, সুইস নেতা দেখতে যান এই অঞ্চলে  সুইস সরকারের দেওয়া বিভিন্ন চিকিৎসা কার্যক্রম।

 

সেইখানে বেশ কিছুক্ষণ সময় কাটান উনি।

 

পরে, উনি  উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যান।

 

উখিয়ার কুতুপালং ডি-৪ ব্লকে উনি পৌঁছান বেলা ১২ টার দিকে।

 

সেখানে গিয়ে  আইওএম পরিচালিত হাসপাতালের কার্যক্রম  পরিদর্শন করেন।

 

এমনকি উনি , অত্যাচার ও নিপীড়নের মুখে পরে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা বলেন।

 

প্রসঙ্গত, সুইস নেতার কক্সবাজার সফর ঘিরে  নিরাপত্তা জোরদার করেছিল  জেলা প্রশাসন।

 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বিদেশী এই নেতার সাথে কক্সবাজার সফরে আছেন।

 

বিকেলে ওনার ঢাকার উদ্দেশে ফেরার কথা আছে।