Bangladesh

বিএনপি নেতার জামিনের আবেদন খারিজ

বিএনপি নেতার জামিনের আবেদন খারিজ

| | 31 May 2013, 02:07 am
ঢাকা, মে ৩০: একটি টাঙ্গাইল আদালত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় নেতা ও প্রাক্তন ডেপুটি মিনিস্টার আব্দুস সালাম পিণ্টুর জামিনের আবেদন খারিজ করে তোলাবাজির একটি মামলায়।
পিণ্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিউলি রানী দাসের আদালতে পেশ করা হয় যেখানে তাঁর জামিন নামঞ্জুর করা হয়। আদালত থেকে তাকে জেলে ফেরত নিয়ে যাওয়া হয়।
 
এই একই আদালতে তার জামিনের আবেদন খারিজ করা হয়েছিল এপ্রিল ১৫-তে।
 
স্থানীয় আওয়ামী লীগ কর্মী জাহিদুল ইসলাম ভুঁইয়া ওরফে লেবু পিণ্টু ও আরো ১০জনের বিরুদ্ধে গত অক্টোবর ১৩-তে ভুয়াপুর থানায় মামলা দায়ের করে।
 
জাহিদুল অভিযোগ করে যে পিণ্টুর নির্দেশে ১০জোন দুষ্কৃতীর একটি দল অক্টোবর ১, ২০০১ সালে তার বাড়িতে ঢুকে তার স্ত্রী ফ্লোরা বেগমের কাছ থেকে ৳৩ লাখ টাকা দাবী করে।
 
  ফ্লোরা টাকা দিতে রাজি না হওয়ায় দুষ্কৃতীরা তার বাড়ি তছনছ করে এবং টাকা ও অন্যান্য মুল্যবান জিনিসপত্র নিয়ে পালায়।