Bangladesh

দুই যুদ্ধাপরাধী ফাঁসিঃ বাংলাদেশ দূতকে তলব করল পাকিস্তান

দুই যুদ্ধাপরাধী ফাঁসিঃ বাংলাদেশ দূতকে তলব করল পাকিস্তান

| | 30 Nov 2015, 01:23 pm
ইসলামাবাদ, নভেম্বর ৩০ঃ বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের বিষয়টির উপরে নিজেদের ‘প্রতিবাদ' জানাতে সেই দেশে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মৌসুমী রহমানকে তলব করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার একটি বিবৃতির মাধ্যমে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্যটি দিয়েছেন।

 

বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান জানিয়েছেন যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে জানায়ঃ "২৩ নভেম্বর ২০১৫ তারিখে দেওয়া প্রতিবাদলিপিতে বাংলাদেশ সরকারের ভিত্তিহীন ও ধারণাপ্রসূত দাবিগুলো পাকিস্তান সরকার প্রত্যাখ্যান করল ।”

 

কড়া নিরাপত্তার মাঝে এই মাসে  দুই যুদ্ধাপরাধীর-সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মো. মুজাহিদর- ফাঁসি কার্যকর করা হয়েছে।