Bangladesh

বিএনপি বাজেট অধিবশনে অংশগ্রহণ করবে

বিএনপি বাজেট অধিবশনে অংশগ্রহণ করবে

| | 26 May 2013, 10:14 am
ঢাকা, মে ১৭: প্রধান বিরোধী দল শুক্রবার নির্ণয় নেয় যে তারা পরবর্তী জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ করবে, যেটি শুরু হবে জুন ৩ থেকে।

 "আমরা পার্লামেন্টে যাব কিন্তু কত দিন অধিবেশনে অংশগ্রহণ করব তা বলতে পারছি না," জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মৌদাদ আহমদ।

 
"বিএনপি সরকারের জন্য নয়, সাধারণ মানুষের জন্য বাজেট অধিবশনে অংশগ্রহণ করবে," তিনি বলেন।
 
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জাতীয় সংসদে আসতে অনুরোধ করেন।
 
তিনি বলেন খালেদার উচিত কথায় কথায় চূড়ান্তপত্র না দিয়ে সংসদে এসে সমস্ত বিষয় আলোচনা করা উচিত।
 
"আপনাদের সমস্ত চেষ্টা বৃথা হয়েছে ... আপনাদের ৪৮ ঘণ্টার  চূড়ান্তপত্রও বাতিল করা হয়েছে। তাই এইসব কৌশল বাদ দিয়ে সংসদের বাজেট সেশানে যোগ দিন ও সমস্ত বিষয় আলোচনা করুন," হাসিনা বলেন খালেদার উদ্দেশ্যে।
 
হাসিনা এর আগেও খালেদাকে বৈঠকে বসতে অনুরোধ করেন।
 
মে ২-এ হাসিনা গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।  সেখানে তিনি খালেদাকে আহ্বান জানান বৈঠকে বসার জন্যে।
 
"আমি বিরোধী নেত্রীর (খালেদার) সাথে বৈঠকে বসতে প্রস্তুত ... যেখানে তিনি চাইবেন, যেই দিন তিনি চাইবেন," বলেন হাসিনা।
 
"আমরা শান্তি চাই। আমরা হরতালের নামে আর মানুষ খুন হক চাই না। তাই আপনাদের (খালেদার) যা যা দাবী আছে টা নিয়ে চলুন আলোচনায় বসি। আমরা আপনাদের দাবী মানব যদি সেটি দেশের ভালোর জন্যে হয় ও আমাদের সামর্থ্যের মধ্যে থাকে," তিনি বলেন।