Bangladesh

কুমিল্লাঃ জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

কুমিল্লাঃ জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

| | 29 Mar 2017, 10:26 am
কুমিল্লা, মার্চ ২৯ঃ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কুমিল্লাতে একটি সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে।

পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বাড়িটির মধ্যে একজন জঙ্গি আছে।

 

তার কাছে  ছয়টি শক্তিশালী বোমা ও বিস্ফোরকদ্রব্য আছে, জানিয়েছেন পুলিশ।

 

এই জঙ্গি আস্তানার খবর এমন সময় পাওয়া গেছে যখন কুমিল্লা সিটি করপোরেশর নির্বাচনের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে।

 

কোটবাড়ীর দক্ষিণ বাগমারা বড় কবরস্থানের পাশে এই বাড়িটি আছে।

 

এই মুহূর্তে সেটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।

 

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সাংবাদিকদের বলেনঃ "গত মঙ্গলবার রাতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট এক জঙ্গিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লা নগরের দক্ষিণ বাগমারা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িটি ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।"

 

অন্যদিকে, সারদিন ধরে ঘিরে রাখার শেষে, এখন অভিযান শুরু হয়েছে মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায়।

 

অভিযানটি শুরু করেছেন  সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা, পুলিশ জানিয়েছেন।

 

এখন ঘিরে থাকার বাড়ির দিক থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

 

গতকাল থেকে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দল ঘিরে রেখেছেন।

 

সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুর এলাকায় একটি বাড়ি ও আরেকটির অবস্থান হল মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়।

 

প্রসঙ্গত, সাঙ্ঘাতিক ১১১ ঘণ্টার শেষে সিলেটের জঙ্গি বিরোধী ‘অপারেশন টোয়াইলাইট’ অভিযান মঙ্গলবার শেষ হয়।

 

দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় আতিয়া মহলে টানা ১১১ ঘন্তা ধরে চলেছে এই অভিযান।

 

অভিযান শেষে, বাড়িটি, যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল, সেটিকে   পুলিশের তত্বাবধানে দেওয়া হয়।

 

Image: Wikimedia Commons