Bangladesh

সিরাজগঞ্জঃ জেএমবির সদস্য সন্দেহে চারজন নারী গ্রেপ্তার

সিরাজগঞ্জঃ জেএমবির সদস্য সন্দেহে চারজন নারী গ্রেপ্তার

| | 24 Jul 2016, 05:52 am
সিরাজগঞ্জ, জুলাই ২৪- রোববার জেএমবির সদস্য সন্দেহে পুলিশ চারজন নারীকে গ্রেপ্তার করেছেন।

পুলিশ দাবি করেছেন যে ককটেল, গ্রেনেড তৈরির উপকরণ ও জিহাদি বইপত্র তাদের থেকে উদ্ধার করা  হয়েছে।

 

এই চারজন নারীকে পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের মাসুমপুর উত্তরপাড়ার একটি বাড়ি থেকে আটক করেন।

 

এই চারজনের পরিচয় হল রানী,মিশু, রুমা ও রুনা বেগম, জানায় পুলিশ।

 

এই চারজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলার করবার প্রস্তুতি শুরু করা হয়েছে।

--