Bangladesh

ইয়াবা পাচারকারীদের কড়া জবাব দিলেন হাসিনা

ইয়াবা পাচারকারীদের কড়া জবাব দিলেন হাসিনা

| | 06 May 2017, 10:59 am
কক্সবাজার, মে ৬ঃ কঠোর ভাষায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে ইয়াবা পাচারকারীদের শাস্তি পেতেই হবে।

উনি বলেন যে কক্সবাজারের মত পর্যটন প্রিয় স্থানের উপর থেকে ইয়াবা পাচার হওয়ার যে বদনাম আছে তা মুছে ফেলতে হবে।

 

"আমি শুনেছি কক্সবাজারের বদনাম রয়েছে, এখান থেকে নাকি ইয়াবা সাপ্লাই হয়," হাসিনা বলেন।

 

উনি বলেন এই সমস্যার সাথে যারা জড়িত তাদের শাস্তি পেতে হবে।

 

"যেই এর সাথে জড়িত তাকে শাস্তি পেতেই হবে," হাসিনা বলেন।


হাসিনা দেশের শিক্ষক, অভিভাবক, শিক্ষক জনগণ সবাইকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান করেন।

 

হাসিনা নিজের দলে কথা তুলে ধরে বলেনঃ " আওয়ামী লীগের সময়ে কোনো মানুষ নিঃস্ব থাকবে না।"

 

উনি বলেনঃ "আওয়ামী লীগের মেগা উন্নয়নকর্মে দেশ এগিয়ে যায়। শূন্য অবস্থায় আওয়ামী লীগ ক্ষমতা নিলেও আজ দেশ স্বয়ংসম্পূর্ণ।"


খালেদা জিয়ার বিএনপি এর বিষয় উনি বলেনঃ "বিএনপি দুর্দিনেও নাই উন্নয়নেও নাই।"

 

কক্সবাজার সৈকতের লাবণি পয়েন্ট-সংলগ্ন ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে’ দলীয় জনসভায় নিজের বক্তব্য রাখার সময় হাসিনা এই কথাগুলি বলেছেন।