Bangladesh

বন্ধে ঢাকায় জনজীবন বিঘ্নিত

বন্ধে ঢাকায় জনজীবন বিঘ্নিত

| | 26 May 2013, 06:42 am
ঢাকা, এপ্রিল ২৩: বিএনপির নেতৃত্বে ১৮ পার্টির জোটের ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিনে ঢাকার বাসিন্দাদের নানা সমস্যার সন্মুখিন হতে হয় মঙ্গলবার সকাল হেকেই।

 ১৮ পার্টির জোট রবিবারে এই হরতালের ঘোষণা করে যখন একটি ঢাকা আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সাতজন উচ্চপদস্থ নেতার জামিনের আবেদন খারিজ করে।

 
মঙ্গলবার সকাল ছয়টায় এই হরতাল শুরু হয় ও বুধবার বিকেল ছয়টা অবধি এটি চলবে কড়া নিরাপত্তার বেষ্টনীতে।
 
মিরপুর, হাতিরঝিল, পুরনো ঢাকার ধোলাইখাল ও যাত্রাবাড়ীর ধোলাইপুর সহ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে ভাংচুর ও বিস্ফোরণের খবর আসে।
 
পুলিশ জানায় এই হিংসাত্মক তাণ্ডবে কেউ আহত হয় নি।
 
হরতালকারীরা মিরপুর-১-এ সকাল আটটা পনেরো নাগাদ পাঁচটি রিক্সা ও তিনটি সিএনজি চালিত তিন-চাকার গাড়ি ভাংচুর করে। হাতিরঝিল এলাকাতেও একটি সিএনজি চালিত তিন-চাকার গাড়ি ভাংচুর কড়া হয়।
 
১৫টি হাতবোমা বিস্ফোরণের খবর আসে মিরপুর, ধোলাইখাল ও ধোলাইপুর থেকে।
 
আইনরক্ষকরা তিনটি হাতবোমা উদ্ধার করে মিরপুর-১-এর আনসার ক্যাম্প এলাকা থেকে ভোর ছয়টা নাগাদ, জানান মিরপুর জোনের উপপুলিশ-কমিশনার ইমতিয়াজ আহমেদ। যদিও প্রত্যক্ষদর্শীরা জানায় পাঁচটি বোমা উদ্ধার করা হয়।
 
হরতালকারীরা এই বন্ধের সমর্থনে মতিরঝিল, মিরপুর ও ধোলাইখাল সহ ঢাকার বিভিন্ন এলাকা থেকে মিছিল বের করে।
 
এই হরতালে ব্যাবসা-বাণিজ্য প্রায় থেমে যায়, শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ক্ষতি হয়। শহরে যানচলাচল ব্যাহত হয়।
 
রাস্তার ধারের দোকানগুলি সহ শপিং মলগুলিও তাদের ঝাঁপ ফেলে দেয়।
 
রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিশাল বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিযুক্ত করা হয় হরতালের দরুন কোন অনিচ্ছুক্ল ঘটনা এড়াতে।