Bangladesh

ফেসবুক 'বন্ধের' বিষয়টি নিয়ে মুখ খুললেন মন্ত্রী

ফেসবুক 'বন্ধের' বিষয়টি নিয়ে মুখ খুললেন মন্ত্রী

| | 04 Apr 2017, 06:19 am
ঢাকা, এপ্রিল ৪ঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ জানিয়েছেন যে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক বন্ধ হচ্ছে না।

এই রকম সিদ্ধান্ত মন্ত্রালয় নেয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।

 

এমন বিষয় বিবেচনাও হয়নি, জানান উনি।

 

দেশের গণমাধ্যমে একটি খবর বেরিয়েছিল যে ছয় ঘণ্টা বন্ধ থাকবে ফেসবুক।

 

এই বিষয়, নিজের মন্তব্য রাখার সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, "‘ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা দুঃখজনক।"

 

"নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়," উনি বলেন।

 

হালিম বলেনঃ "ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না।"

 

প্রত্যেক দেশের মত এই দেশের মানুষের কাছেও ফেসবুক বেশ জনপ্রিয়।