Bangladesh

বঙ্গপসাগর থেকে ৩৩ আটক

বঙ্গপসাগর থেকে ৩৩ আটক

| | 25 May 2013, 01:53 pm
ঢাকা, নভেম্বর ২২: বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তারা বৃহস্পতিবার অপরাহ্নে কক্স বাজারের টেকনাফ উপজেলা থেকে ৩৩জনকে আটক করে।

 তারা একটি ইঞ্জিন নৌকায় করে বঙ্গপসাগর পেরিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।

নৌকার তিন কর্মী ও নৌকাটিকেও হেফাজতে নেওয়া হয়।
গ্রেফতারিত ব্যাক্তিদের জেরা করতে সাড়ে তিনটে নাগাদ কোস্ট গার্ডের টেকনাফ অফিসে নিয়ে যাওয়া হয়।