Bangladesh

Father visits prison with sold girl

Father visits prison with sold girl

Bangladesh Live News | @banglalivenews | 22 Nov 2018, 01:20 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, নভেম্বর ২২ : এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়ে যাওয়া সাত দিনের শিশু ফাতেমাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে শিশুটিকে উদ্ধার করে মা জেসমিনের কাছে ফিরিয়ে দেয়া হয়।

কুষ্টিয়ার দৌলতপুরে তিন কন্যা সন্তানের জন্ম দেয়ায় গণ ১৬ নভেম্বর এক সালিশি বৈঠকে স্ত্রীকে তালাক ও সাত দিনের শিশু কন্যা ফাতেমাকে বিক্রির ঘটনায় তোলপাড় শুরু হয়।

 


দৌলতপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আজগার আলী জানান, পর পর তিন কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে তালাক দেন উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পাইকপাড়া এলাকার রবিউল ইসলাম।

 

একই সময় মাত্র সাত দিনের কন্যা শিশুকে নিয়ে বিক্রি করে দেন তিনি।

 

এমন সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে শিশুটিকে না পাওয়ায় তাকে থানায় হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার রাতে শিশুটিকে থানায় হাজির করেন রবিউল ইসলাম।

 

শিশুটিকে তার মা মা জেসমিনের কাছে হস্তান্তর করা হয়।


শিশুটির মা জেসমিন বলেন, স্বামী জোর করে আমার কোল থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে এক লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। শিশুটিকে ফিরে পেয়ে আমি খুশি।