Bangladesh

শিক্ষার উন্নতির চেষ্টা করছে বাংলাদেশ সরকার

শিক্ষার উন্নতির চেষ্টা করছে বাংলাদেশ সরকার

| | 24 Apr 2017, 10:51 am
ঢাকা, এপ্রিল ২৩ঃ শিক্ষা একটি দেশের সকল প্রকারের উন্নতির পথ খুলে দেয়।

এই কথাটি সবাই মানবেন।

 

আর বাংলাদেশের মাটিতে শিক্ষার উন্নতি ও অগ্রগতির পথ আরও বিস্তার করতে লড়াই করছেন প্রধানমন্ত্রী হাসিনা নিজে।

 

হাসিনা রোববার বলেছেন যে ওনার সরকার শিক্ষাকে সব কিছু উপরে গুরুত্ব দিচ্ছে।

 

“প্রধানমন্ত্রী বলেছেন, সরকার শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে," প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন।

 

দেশের থেকে দারিদ্রতা দূর করায় শিক্ষাই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, উনি বলেন।

 

হাসিনা এই কথাগুলি আজকে নিজের কার্যালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চতুর্থ সভায় বলেছেন।

 

বৈঠকের শেষে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সমস্ত কথা সাংবাদিকদের জানিয়েছেন।

 

শুধু তাই নয়, বহু সময়, মায়ের মত দেশের অভিভাবক অ শিক্ষকদের বলেছেন যে ওনারা যেন লক্ষ্য রাখেন যে তাদের সন্তানেরা সন্ত্রাস ্ম্য,জঙ্গিবাদের থেকে দূরে থাকেন।

 

বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, আগামী প্রজন্মকে দেশ গড়বার লক্ষ্যে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

এর মাঝে রোববার, ২৮৫টি কলেজ এবং ৪০টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণের বিষয় চুরান্ত পদক্ষেপ নিয়েছেন দেশের সরকার।

 


সমস্ত স্তরেই বাংলাদেশের উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।