Bangladesh

ক্রমিক বিস্ফোরণঃ ৭ জেএমবি সদস্যের ১০ বছর জেল

ক্রমিক বিস্ফোরণঃ ৭ জেএমবি সদস্যের ১০ বছর জেল

| | 25 May 2013, 02:25 pm
ঢাকা, নভেম্বর ২৮: এক রাজশাহী কোর্ট বুধবার নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে ১০ বছরের জন্য জেলে পাঠায় ২০০৫-এর ক্রমিক বিস্ফোরণের অভিযোগে।

 আদালত তাদের প্রত্যেককে ৳ ১০,০০০ জরিমানাও করে।

 
অভিযুক্তদের মধ্যে তারিকুল ইসলাম, শাফিউল্লা, আবু হিসা ও জহুরুল ইসলাম বুধবার আদালতে হাজির ছিল যখন জজ একরামুল হাক চৌধুরী এই শাস্তি ঘোষণা করেন।
 
কোরবান আলী, এনামুল হক ও আমানুল্লা এখন ফেরারি।
 
অগাস্ট ১৭, ২০০৫-এ রাজশাহী শহরের বিভিন্ন এলাকায় ক্রমিক বিস্ফোরণ ঘটে।