Bangladesh

Four organizations fined 8 lakhs in Gulshan

Four organizations fined 8 lakhs in Gulshan

Bangladesh Live News | @banglalivenews | 23 May 2018, 02:46 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মে ২৩ : বাসি ও পচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে রাজধানীর ৪ প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 গুলশান বিভাগ পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যায় অবধি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

অভিযানকালে প্রগতি ফুডকে সিলগালা করার নির্দেশনা দেন আদালত।


ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পবিত্র রমজান মাসে চলমান ডিএমপির বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবারও অভিযান চালানো হয়।

 

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত বাসি, পচা খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলশান-২ এর ধানসিঁড়ি রেস্তোরাঁকে দুই লাখ টাকা, একই অপরাধে নিউ গুলশান প্লাজা রেস্তেরাঁ ও প্রিময়াম সুইটকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।


অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত ভাটারা এলাকার প্রগতি ফুডকে পচা চাল দিয়ে মুড়ি তৈরি ও নিষিদ্ধ সোডিয়াম মনোসালফেট ব্যবহার করার দায়ে চার লাখ টাকা জরিমানা প্রদান করেন। একইসঙ্গে এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

Image: Wikimedia Commons