Bangladesh

হরতাল বন্ধ করতে নতুন আইন?

হরতাল বন্ধ করতে নতুন আইন?

| | 31 May 2013, 02:06 am
ঢাকা, মে ৩০: শেখ হাসিনার সরকার একটি নতুন আইন বানাবার কথা চিন্তা করছে যার দ্বারা হরতালের সময় হওয়া ক্ষয়-ক্ষতির জরিমানা সেই রাজনৈতিক দলকেই দিতে হবে যারা সেই হরতালের ডাক দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বৃহস্পতিবার একথা জানিয়ে বলেনঃ "অন্যথা সেই পার্টির রেজিস্ট্রেশন বাতিল করা হবে।"
 
"হরতাল সারা দেশের কলঙ্ক। আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমাদের গণতন্ত্র রক্ষা করার জন্য," তিনি বলেন।
 
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আলমগীর বলেনঃ "বিরোধী নেতাদের জেলে পাঠানো হচ্ছে তারা বিরোধী বলে নয়, তারা জেলে আছেন কেননা তারা আইন বিরুদ্ধ কার্যকলাপ করছেন।"