Bangladesh

জেল হত্যাকাণ্ডের শুনানি ডিসেম্বর ১১

জেল হত্যাকাণ্ডের শুনানি ডিসেম্বর ১১

| | 25 May 2013, 01:03 pm
ঢাকা, নভেম্বর ৫: বাংলাদেশ সুপ্রিম কোর্ট রবিবার জানায় ডিসেম্বর ১১তে জেল হত্যাকাণ্ড মামলায় দেয়া হাই কোর্টের বিচারের বিরুদ্ধে একটি আবেদন শোনা হবে।

 রবিবার সকালে এটর্নি জেনারেল মাহবুব-এ-আলামের পিটিশান জমা দেয়ার পর প্রধান বিচারপতি মোহাম্মাদ মজাম্মেল হুসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ সদস্যের একটি বেঞ্চ এই তারিখ নির্দিষ্ট করেন শুনানির জন্য। 

 
বাংলাদেশ সরকার বৃহস্পতিবার জেল হত্যা মামলার একটি অমীমাংসিত আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি সংক্ষিপ্ত আর্জি জমা দেয়।
 
অক্টোবর ২০, ২০০৪এ মহানগর দায়রা কোর্টের বিচারপতি মতিউর রহমান তিনজন প্রাক্তন সামরিক বাহিনীর সদস্য - রিসালদার মোসলেম উদ্দিন, দাফাদার মারফাত আলি ও আব্দুল হাশেম মৃধাকে মৃত্যুদণ্ড এবং আরো ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। 
 
কিন্তু ২০০৮ এ হাই কোর্ট রিসালদার মোসলেম উদ্দিনের শাস্তি অব্যাহত রাখলেও দাফাদার মারফাত আলি ও আব্দুল হাশেম মৃধাকে জেলহত্যার আরোপ থেকে ছেড়ে দিয়েছিল। 
 
যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি পাওয়া চারজনকেও ছেরে দেয়া হয়েছিল।
 
চারজন রাষ্ট্রীয় নেতা - সায়েদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এ এইচ এম কাম্রুজামান এবং ক্যাপ্টেন মনসুর আলিকে নভেম্বর ৩, ১৯৭৫ এ ঢাকা কেন্দ্রীয় জেলের ভেতরে হত্যা করা হয়।