Bangladesh

দলের নেতাদের সাধারণ মানুষের সমস্যাগুলি বুঝে সরকারকে জানাতে আহ্বান করলেন হাসিনা
দলের নেতাদের সাধারণ মানুষের সমস্যাগুলি বুঝে সরকারকে জানাতে আহ্বান করলেন হাসিনা
উনি বলেন জনগণের সমস্যাগুলি চিহ্নিত করা সেগুলি সরকারের কাছে তুলে ধরা দলের কর্ম।
"আমরা আর্থ-সামাজিক উন্নয়ন করব," হাসিনা বলেন।
প্রধানমন্ত্রী বলেন সেই পথে দল সাহায্য করবে।
উনি বলেনঃ “দলের একটা দায়িত্ব হচ্ছে জনগণের সমস্যা চিহ্নিত করে সরকারকে জানানো।"
এই কথাগুলি প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর প্রথম বৈঠকের সূচনা বক্তব্যে বলেছেন।