Bangladesh

রানা প্লাজা ধসের স্থানে হাসিনা

রানা প্লাজা ধসের স্থানে হাসিনা

| | 26 May 2013, 07:00 am
ঢাকা, এপ্রিল ২৯: রানা প্লাজা ধসে পড়ার ছয় দিন পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সকালে সাভারে ঘটনাস্থলে পৌঁছন।

 নয় তলা রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।

 
বুধবার সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল।  
 
সোমবার সকাল পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ৩৮১; ২৪৩৭জনকে ধ্বংসাবশেষের নীচে থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, জানায় পুলিশ।
 
হাসিনা সকাল সাড়ে নয়টা নাগাদ সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে যান ও সেখানে তিনি প্রায় ১৫ মিনিট ভবনধসে আহতদের সাথে সময় কাটান।
 
তিনি আহতদের সান্ত্বনা দেন ও তাদের স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করেন।
 
তিনি জানান আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে।
 
হাসিনা হাসপাতালের ডাক্তারদের ও অন্যান্য কর্মচারীদের ধন্যবাদ জানান আহতদের খেয়াল রাখার জন্যে।
 
হাসিনা হাসপাতাল থেকে সোজা ভবনধসের স্থানে যান ও কিছুক্ষণ উদ্ধারকার্য নিরীক্ষণ করেন।
 
ফায়ার ব্রিগেড ও উদ্ধারকারীদের প্রধান ও নবম ইনফ্যান্ট্রি বিভাগের মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দীর সাথে প্রধানমন্ত্রী উদ্ধারকার্য নিয়ে আলোচনা করেন।