Bangladesh

পয়লা বৈশাখের খাবার খেয়ে অসুস্থ ৩৫ বন্দী

পয়লা বৈশাখের খাবার খেয়ে অসুস্থ ৩৫ বন্দী

| | 15 Apr 2014, 08:51 am
ঢাকা, এপ্রিল ১৫- পয়লা বৈশাখ উপলক্ষ্যে তাঁদের দেওয়া 'ভালো খাবার' খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বাগেরহাট জেলের ৩৫ জন বন্দী।

 পেট খারাপ এবং ক্রমাগত বমি হতে থাকার জন্য এঁদের মধ্যে ২০ জনকে সদর হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। 

হাসপাতালের অস্থায়ী আর এম ও ডঃ কুহেলি বেগম বলেছেন, ওই ২০ জন অসুস্থ ব্যক্তিকে সকাল আটটা নাগাদ ভর্তি করা হয়। 

জেলের সুপার মহম্মদ আমানুল্লার যদিও বলেছেন যে, প্রায় ৩৫ জন বন্দী অসুস্থ হয়ে পড়েছেন, বেসরকারি সূত্রে দাবি করা হচ্ছে, অসুস্থ ব্যক্তির সংখ্যা প্রায় একশো। 

বলা হয়েছে, বন্দীদের সে দিন  পয়লা বৈশাখের চিরাচরিত রীতি অনুযায়ী পান্তাভাত পরিবেশন করা হয়েছিল। জেলের এক জন আধিকারিক দাবি করেছেন, খাবারের মান ভালোই ছিল, কিন্তু ভাতে যে জল দেওয়া হয়েছিল, তার জন্যেই এই বিপত্তি ঘটে থাকতে পারে। তিনি জানিয়েছেন, কারাগারে পানীয় জলের সংকট রয়েছে।

জানা গেছে, আগের রাত থেকেই বন্দীদের বদহজম এবং বমি শুরু হয়, আর সেই সমস্যা গুরুতর আকার ধারন করে পরের দিন সকালে। 

মোট ৫৪১ জন বাসিন্দার জেলা কারাগারে অন্য বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করতে সদর হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দলকে সেখানে পাঠানো হয়েছে।