Bangladesh

Gold recovered from traveller in Dhaka airport
Wikimedia Commons

Gold recovered from traveller in Dhaka airport

Bangladesh Live News | @banglalivenews | 02 Mar 2020, 08:28 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, মার্চ ২ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এক যাত্রীর জুতার ভেতর থেকে ১৪টি স্বর্ণের বারসহ মোট ১৫টি বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন প্রায় দেড় কেজি। রোববার বেলা ১১টায় কাস্টমস গোয়েন্দা, সি-শিফট সিভিল অ্যাভিয়েশনের সহায়তায় বিমানবন্দরের বহির্গমন বোর্ডিং ব্রিজ-১১ এর চেকিং পয়েন্টে ইউএস-বাংলা এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং ওই যাত্রীকে আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা মহাপরিচালক (ডিজি) ড. শহীদুল ইসলাম জানান, ঢাকা থেকে কলকাতাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের (ফ্লাইট নং-বিএস ২০১) যাত্রী মো. পাশার চলাচলে সন্দেহ হলে যাত্রীর বহনকৃত ব্যাগ ও দেহ তল্লাশি করে শুল্ক গোয়েন্দা দল।


প্রাথমিকভাবে জুতার ভেতর থেকে ১৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়। পরে দেহ তল্লাশি করে পকেট থেকে আরও একটি স্বর্ণবার অর্থাৎ মোট ১৫টি বার উদ্ধার করা হয়।

যার ওজন দেড় কেজি। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য ৭৫ লাখ টাকা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।