Bangladesh

পরবর্তী নির্বাচন সময়মতই হবেঃ নাসিম
ঢাকা, অগাস্ট ১৭: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম শনিবার বলেন পরবর্তী সাধারণ নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে।
"আমি দায়িত্ব নিয়ে বলছি যে নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে সে তাতে কেউ (বিএনপি) ভাগ নিক না না নিক," নাসিম বলেন।
"বিএনপি যতই চেষ্টা করুক না কেন নির্বাচন রুখতে পারবে না," তিনি বলেন।
"এখন সময় আন্দোলন করার নয়; এখন সময় নির্বাচনের প্রস্তুতি করার," তিনি বলেন। "আর, আওয়ামী লীগ বিশ্বাস করে যে নির্বাচন হল একটি মাধ্যম যাতে মধ্যে দিয়ে গণতান্ত্রিক নিয়ম মেনে হয় ক্ষমতা হস্তান্তর করা হয় বা ক্ষমতায় আসা হয়।"
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অগাস্ট ৯-এ অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারি তহবিলের টাকা নিয়ে নির্বাচনের প্রচার করছে।
"আওয়ামী লীগ সরকারের থেকে টাকা নিয়ে নিজেদের উন্নয়ন কর্মকান্ডের প্রচার করছে চারিদিকে বিলবোর্ড খাড়া করে," খালেদা বলেন।
খালেদা আওয়ামী লীগ সরকারকে বলেন যেন এক্ষুনি নির্বাচনের সময় নন-পার্টি নিরপেক্ষ সরকার বিল পাস করা হয় গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে।
তিনি জানান বিএনপি ঈদের পরে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে না।
"তার পরিবর্তে আমরা সরকারকে তার মেয়াদ শেষ করতে দেব যদি সে আমাদের দাবী মেনে নিয়ে পরবর্তী নিবাচন একটি নন-পার্টি নিরপেক্ষ সরকারের অধীনে করে," খালেদা জানান।
"আমরা শান্তি চাই ... চাই মানুষের সুরক্ষা, উন্নতি ও গণতন্ত্রের ধারাবাহিকতা। আমাদের দাবী মানা না হলে বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে হবে," তিনি বলেন।
"সরকারের কাছে এখনো সময় আছে মানুষের দাবী মেনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজিত করার," তিনি বলেন।