Bangladesh

জামাতের নিষিদ্ধকরণের রায় যে কোন দিন

জামাতের নিষিদ্ধকরণের রায় যে কোন দিন

| | 13 Jun 2013, 12:24 am
ঢাকা, জুন ১২: বাংলাদেশের হাই কোর্ট বুধবার জানায় যে কোন দিন জামাত-এ-ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করার ওপর রায় শোনানো হবে।

 রাজনৈতিক দল হিসেবে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করতে একটি রিট পিটিশন ফাইল করা হয়।

 
জাস্টিস এম মোয়াজ্জাম হোসেনের নেতৃত্বে উচ্চ আদালতের তিন-সদস্যের একটি বেঞ্চ বুধবার সেই পিটিশন শোনার পর এই রায় দেন।  
 
বাংলাদেশ তারিকাত ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজানুল হক চাঁদপুরি ও অন্যান্য ২৪জন জামাতের রেজিস্ট্রেশনের বৈধতার প্রশ্ন তুলে একটি পিটিশন দায়ের করেন জানুয়ারি ২৫, ২০০৯-এ।
 
এই বছর এপ্রিলে, এই পিটিশন শুনানির সময় ব্যারিস্টার তানিয়া আমির বলেন নির্বাচন কমিশন অবৈধভাবে জামাত-এ-ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন করেছে।
 
এই দিন  জামাতের রাজনৈতিক দল হিসেবে বৈধতা নিয়ে একটি পিটিশনের শুনানির তৃতীয় দিন ছিল।
 
 তানিয়া পাকিস্তানের উদাহারণ দিয়ে বলেন সেখানকার নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দলকে ধর্মকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যাবহার করতে নিষিদ্ধ করেছে যদিও সেই দেশে ধর্মনিন্দার বিরুদ্ধে একটি আইন আছে।
 
"কিন্তু বাংলাদেশে জামাতের রেজিস্ট্রেশন করা আছে যদিও এরা ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যাবহার করে," তানিয়া বলেন।
 
পরে হাই কোর্টের বেঞ্চ - জাস্টিস এম মোয়াজ্জাম হোসেন, জাস্টিস এনায়েতুর রহিম ও কাজী রেজা-উল হক - শুনানি মুলতুবী করেন।
 
মার্চে বাংলাদেশ সরকার জানান যে তারা জামাতকে নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে রীতিমত চিন্তাভাবনা করছেন। 
 
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেনঃ "জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে সরকার নিশ্চিতরূপে বিবেচনা করছে।"
 
জামাতকে নিষিদ্ধ করা নিয়ে দীপু মনি আগেও সরকারের পক্ষ থেকে সরব হয়েছেন।