Bangladesh

প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন মমতা

প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন মমতা

| | 21 Feb 2015, 06:43 am
ঢাকা, ফেব্রুয়ারি ২১- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন।

সংবাদ সুত্রের খবর অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনাকে আশ্বাস দিয়েছেন যে তিস্তা চুক্তির জট খুলে যাবে।

 

প্রসঙ্গত, ওনার বিরোধিতার কারণেই এই চুক্তিটি ২০১১ সালে আটকে গেছিল।

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বাংলাদেশের মানুষকে বলেন যে তারা যেন তিস্তা চুক্তির বিষয়ে ওনার উপরে আস্থা রাখেন।

 

"আমার ওপর আস্থা রাখুন। আমি এই বিষয় হাসিনা দির সাথে কথা বলবো। এই বিষয়টা আমাদের উপরে ছেরে দিন। এটা আমদের ওপরে ছেড়ে দিন। এই নিয়ে দুশ্চিন্তা করবেন না," বন্দ্যোপাধ্যায় বলেন।

 

বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেনঃ "আজ আমি বাংলাদেশের মাননীয়া প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। শেখ হাসিনাজি আমার প্রিয় দিদি হন।"

 

উনি বলেন যে বাংলাদেশের এই সফর গঠনমূলক, যথার্থ ও ঐতিহাসিক ছিল।

 

"আমি মাননীয়া প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে আসতে আমন্ত্রণ জানিয়েছি...এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে।"

 

উনি হাসিনার সরকারি বাড়িতে মধ্যাহ্ন ভোজেও অংশ নিয়েছেন।

 

গতকাল উনি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে দেখা করেছিলেন।

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছেছিলেন।

 

 

ইমেজঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটার পেজ