Bangladesh

Gulshan attack: Another key suspect Ripon arrested

Gulshan attack: Another key suspect Ripon arrested

Bangladesh Live News | @banglalivenews | 20 Jan 2019, 09:57 am
ঢাকা, জানুয়ারি ২০ঃ গতকাল দেশের সুরক্ষা কর্মীরা গাজীপুরের বোর্ড বাজার এলাকা থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করনে।

পরে র‍্যাব বলেন যে গ্রেপ্তার এই ব্যাক্তির নাম হল গুলশানের হলি আর্টিজান মামলার পলাতক আসামি মামুনুর রশিদ রিপন।


একটি বাস থেকে শনিবার এই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়, জানিয়েছে র‍্যাব।

 

র‍্যাব জানিয়েছেন যে গ্রেপ্তার ব্যাক্তি নব্য জেএমবির একজন শুরা সদস্য।

 

গুলশান হামলার সময় রিপন অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহের দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

 

রিপনের কাছে দেড় লাখ টাকা  পাওয়া গেছে গ্রেপ্তার হওয়ার স্মুয়, আইন সুরক্ষা বাহিনীর সদস্যরা জানান।

 

র‍্যাবের  আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের আজ বলেন চাকরি করবার সময় ২০১৩ সালে তিনি জেএমবির একাংশের আমির ডা. নজরুলের মাধ্যমে জঙ্গিবাদে জড়ান।

 

খান আরও বলেনঃ "এ পর্যন্ত  তিনটি ছিনতাইয়ের কথা তার (রিপন) কাছ থেকে জানা গেছে। এর মধ্যে বিকাশের ৬ লাখ টাকা, এক সিগারেটের বিক্রেতার কাছ থেকে এক লাখ টাকা এবং গাইবান্ধার এক ঘটনায় এক লাখ টাকা ছিনতাই করে সে।”

 

গুলশান হামলাঃ

 

বাংলাদেশ ও পৃথিবীর মানুষকে এক কথায় আতঙ্কিত করে ২০১৬ সালের ১ জুলাই  পাঁচ তরুণের ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়।

 

এই ঘটনায় নিহত হন  ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জন।

 

কমান্ডো অভিযানে নিহত হন এই পাঁচ তরুণ।

 

এই মামলার তদন্ত দুই বছরের উপরে চলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ২০১৮ সালের ২৩ জুলাই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করে তাদের মধ্যে জীবিত আট জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন