Bangladesh

Gunfight is the only way to tackle drug traders: Police Commissioner

Gunfight is the only way to tackle drug traders: Police Commissioner

Bangladesh Live News | @banglalivenews | 04 Sep 2018, 12:30 pm
চট্টগ্রাম, সেপ্টেম্বর ৪ঃ চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) মো. মাহাবুবর রহমান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে দেশে মাদক ব্যবসায়ী নির্মূলের জন্য বন্দুকযুদ্ধের প্রয়োজন আছে।

"মাদক ব্যবসায়ীরা নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র রাখে। উদ্ধারে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে, তাতে অনেক ব্যবসায়ীর জীবন চলে যাচ্ছে। আমি মনে করি এ ছাড়া কোনো গতি নাই। জীবন হানি হতে হবে শান্তির জন্য," রহমান জানান।

 

"শান্তির জন্য আমরা অশান্তি চির দমন করব। তারা যদি অস্ত্র দিয়ে আমাদের মোকাবিলা করে, আমাদের অধিকার আছে অস্ত্র ব্যবহারের। আমরা সেভাবে এগোচ্ছি," রহমান বলেছেন।

 

মুসলিম ইনস্টিটিউট হলে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  দেওয়ার সময় উনি এই মন্তব্যগুলি করেছেন।

 

উনি বলেন শান্তভাবে বোঝানো থেকে ধর্মীয় পদক্ষেপ কিছু কাজ করছে না।

 

"ধর্মীয় উপদেশেও কাজ হবে না। বড় ভাই বলে মাথায় হাত বুলিয়েও কাজ হবে না। সবচেয়ে বড় কাজ হবে যেটা হচ্ছে—জীবনহানি। বাস্তব অর্থে জীবনহানি। এটাই সবচেয়ে কার্যকর পথ," উনি বলেন।


Image: Internet Wallpaper