Bangladesh

Gunfight kills 2 in Bangladesh

Gunfight kills 2 in Bangladesh

Bangladesh Live News | @banglalivenews | 16 May 2020, 05:58 am
ঢাকা, মে ১৬ : রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বিল্লাল হোসেন নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৫ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম। তিনি জানান, বিল্লাল হত্যা, হত্যাচেষ্টা, মাদকসহ খিলগাঁও থানায়ই ১৬টি মামলার আসামি ছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোড়ান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গী আরও ৬-৭ জনের খবর পাওয়া যায়, যারা শেখের জায়গায় অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে।


তিনি আরও বলেন, ‘বিল্লালকে সঙ্গে নিয়ে অভিযানে গেলে ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।

গোলাগুলিতে আহত হয় বিল্লাল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিলালের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।


এদিকে বৃহস্পতিবার ভোররাতে রাজধানীর বনানীতে আরও একটি বন্দুকযুদ্ধে জলিল নামে আরেকজন নিহত হয়েছেন। নিহত জলিল ১৬টি মাদক মামলার আসামি।