Bangladesh

সুব্রত বায়েনকে পুলিশি হেফাজতে পাঠাল কলকাতার আদালত

সুব্রত বায়েনকে পুলিশি হেফাজতে পাঠাল কলকাতার আদালত

| | 25 May 2013, 02:24 pm
কলকাতা, নভেম্বর ২৮ ঃ ধরা পড়া কুখ্যাত বাংলাদেশী অপরাধী সুব্রত বায়েনকে আজ ১৩ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল শহরের একটি আদালত।

 পুলিশের আর্জি মঞ্জুর করে চিফ মেট্রোপোলিটান ম্যাজিস্ট্রেট সুব্রতকে ১০ই ডিসেম্বর অবধি হাজতে রাখতে বলেছে্ন।

 
সুব্রত ওরফে শুভ্রকে গতকাল মধ্য কলকাতার বৌবাজার অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার কাছে ১১ লক্ষ টাকার জাল নোট ও একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। 
 
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২০০৮ সালে বাংলাদেশ সরকারের পাঠানো ২৩ জন \'মোস্ট ওয়ান্টেড\' ব্যক্তির তালিকার মধ্যে সুব্রতর নাম আছে।
 
ছেচল্লিশ বছর বয়সী সুব্রত ওরফে শুভ্রর বিরুদ্ধে ঢাকায় খুন, তোলা আদায় ও অপহরণের বহু অভিযোগ আছে। আদতে বরিশালের বাসিন্দা এই দুষ্কৃতি ১৯৯৫ সালে খৃস্টান থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয় এবং ফতে আলি নাম নেয়। 
 
এক সময় ঢাকা জেলে বন্দি থাকা সুব্রত ২০০১ সালে জামিনে মুক্তি পেয়ে ভারতে পালিয়ে আসে এবং পরে নেপালে চলে যায়। কিন্তু ভারত-নেপাল সীমান্তের কাকর ভিটায় নেপাল পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে পাঠায়। 
 
এর পরে এক রাতে আরো ১২ জন কয়েদীর সঙ্গে ১২ মিটার লম্বা সুড়ঙ্গ খুঁড়ে পূর্ব নেপালের ভদ্রপুর জেল থেকে সুব্রত পালিয়ে যায়, এবং সেই থেকে সে ভারতে বিভিন্ন নামে গা ঢাকা দিয়ে থাকছিল।