Bangladesh

নতুন ভোটাররা পরিচয়পত্র পাবে সেপ্টেম্বর ২৫ থেকে

নতুন ভোটাররা পরিচয়পত্র পাবে সেপ্টেম্বর ২৫ থেকে

| | 19 Sep 2013, 06:26 am
ঢাকা, সেপ্টেম্বর ১৯: বাংলাদেশ নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানায় যে নতুন ভোটারদের পরিচয়পত্র দেওয়া শুরু করা হবে সেপ্টেম্বর ২৫ থেকে।
মার্চ ১০, ২০১২ থেকে এখনো পর্যন্ত প্রায় ৭০ লাখ নতুন ভোটার নথিভুক্ত হয়েছে। 
 
পরবর্তী সংসদীয় নির্বাচন জানুয়ারি ২৪, ২০১৪এ হবে।
 
"ঢাকা ও তার চারপাশের পাঁচটি জেলার - মুনশিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ফরিদপুরের নতুন ভোটারদের আইডি কার্ড সেপ্টেম্বর ২৫ থেকে বিতরণ করা হবে," জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবুদ্দিন আহমেদ।
 
তিনি জানান অক্টোবরের মধ্যেই সবাই তাদের ভোটার কার্ড পেয়ে যাবে।