Bangladesh

পিনাক-৬য়ের বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্য নেওয়া শুরু হল

পিনাক-৬য়ের বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্য নেওয়া শুরু হল

| | 12 Aug 2014, 06:53 am
ঢাকা, আগস্ট ১২- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীদের সাক্ষ্য নেওয়া শুরু করেছে।

 সোমবার মুন্সিগঞ্জের জেলা প্রশাসন ডুবে যাওয়া এমভি পিনাক-৬ লঞ্চের শনাক্তকরণকাজ স্থগিত ঘোষণা করেছে ।

তারা আজও ওই লঞ্চটিকে খুঁজে পায়নি।

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান  সাংবাদিকদের আজ বলেন, "তাই বাস্তবতা, সময়, নদীর পরিস্থিতি,  আবহাওয়া, সব কিছু বিবেচনা করে  আমরা ঠিক করেছি যে এই  লঞ্চ শনাক্তকরণের  চালানোর কোন প্রয়োজন নেই। তাই আমরা লঞ্চ শনাক্তকরণের তৎপরতা স্থগিত ঘোষণা করেছি।"

তবে উনি বলেন যে লাশ উদ্ধারকাজ অব্যাহত থাকবে।

এখনও পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটির ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনও ৬১ জন যাত্রী নিখোঁজ আছেন।

আগস্টের ৪ তারিখে মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যায় এমএল পিনাক-৬ লঞ্চটি।