Bangladesh

বাংলাদেশঃ বিএনপির হরতালের দ্বিতীয় দিন

বাংলাদেশঃ বিএনপির হরতালের দ্বিতীয় দিন

| | 26 May 2013, 04:17 am
ঢাকা, মার্চ ২৮: বিএনপির নেতৃত্বে ১৮-পার্টির জোটের ডাকা ৩৬-ঘণ্টার হরতাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রবেশ করে।

 খালেদা জিয়ার বিএনপি পরিচালিত বিরোধীপক্ষ এই হরতালের ডাক দিয়েছে বুধবার থেকে তাদের গ্রেফতারিত নেতা ও কর্মীদের অবিলম্বে মুক্তির দাবীতে ও সরকারের দ্বারা পরিচালিত "গণহত্যার" প্রতিবাদে।

 
 বৃহস্পতিবার দেশের নানা অঞ্চল থেকে আসে হিংসাত্মক ঘটনার খবর।
 
 সারা দেশে নিরাপত্তা আঁটো করা হয়। পুলিশ ও রাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিশাল বাহিনী নিযুক্ত করা হয় হরতালের সময় আইন ও শৃঙ্খলা বজায় রাখার জন্য।
 
ঢাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের খবর আসে পুলিশের কাছে।
 
পুলিশ জানায় হরতালকারীরা গুলশন এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ করে; পুরনো ঢাকা ও যাত্রাবাড়ী এলাকায় ভাঙচুর করা হয় ১২টি যান।
 
ঢাকার কাকরাইল, আজিমপুর, সাতমসজিদ রোড ও মিরপুর এলাকায় ১১টি ককটেল ফাটানো হয়, জানায় পুলিশ।
 
"হরতালকারীরা লক্ষ্মীবাজার, নিউ মার্কেট, আজিমপুর, যাত্রাবাড়ী, কদমতলি, হাতিরঝিল ও মিরপুর এলাকা থেকে মিছিল বের করে," জানান পুলিশের এক অধিকর্তা।
 
বৃহস্পতিবার রাস্তায় বাস ও সিএনজি চালিত তিন চাকার গাড়ির সংখ্যা খুবই কম থাকে।   
     
সকাল থেকেই ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকে, শপিং মলগুলি তালা মারা থাকে ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকে।
 
ময়মনসিংহে বিএনপি সদস্যদের ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫জন আহত হয়।
 
পুলিশ জানায় তারা ২০জন হরতালকারীদের গ্রেফতার করেছে।
 
আজিমপুরে পুলিশ দুজন হরতালকারীকে গ্রেফতার করে যখন তারা নিউ মার্কেট এলাকার কাছে একটি মিছিল বের করতে যায়।
 
সিরাজগঞ্জে হরতালকারীরা একটি পিক-আপ ভ্যান ও অটো রিক্সাতে আগুন ধরিয়ে দেয়।