Bangladesh

জঙ্গিনেতা তামিম চৌধুরীর পরিবারের সাথে মিলে গেল তাঁর ডিএনএ নমুনা
ঢাকা, নভেম্বর ৮ঃ কানাডায় অবস্থানরত তাঁর পরিবারের সাথে মিলে গেছে জঙ্গিনেতা তামিম চৌধুরীর ডিএনএ নমুনা, সুংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।
"তার এ নমুনা পরে কানাডা পাঠানো হলে কানাডায় অবস্থানরত তার পিতা ও বোনের ডিএনএ নমুনার সাথে তার ডিএনএ নমুনার তুলনামূলক পরীক্ষা করা হয়," ডিএমপি নিউজের খবরের পাতায় লেখা হয়েছে।
এই পরীক্ষার ফলেই ওনার পরিচয় জানা যায়।
এই বছরের বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান অঞ্চলে একটি রেস্তোরাঁয় হামলার ঘটনার সমন্বয়ক ও পরিকল্পনাকারী ছিলেন তামিম।
নারায়ণগঞ্জে পুলিশের জঙ্গিবিরোধী অভিযানে এই জঙ্গিনেতা নিহত হন।
গুলশান হামলায় দেশের ও বিদেশের মানুষ নিয়ে ২০ জনের বেশি ব্যাক্তি প্রান হারান।