Bangladesh

ভারত সফরে আমি সম্পূর্ণ তৃপ্তঃ হাসিনা

ভারত সফরে আমি সম্পূর্ণ তৃপ্তঃ হাসিনা

| | 11 Apr 2017, 09:29 am
ঢাকা, এপ্রিল ১১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন যে ওনার ভারত সফর নিয়ে সম্পূর্ণ তৃপ্ত।

আজ হাসিনা ভারত সফর থেকে ফিরে এসে প্রথমবার এই দেশের সাংবাদিকদের মুখোমুখি হন।

 

হাসিনা বলেনঃ "এই সফরে আমি সম্পূর্ণ তৃপ্ত, ফলপ্রসূ হয়েছে।"

 

"সম্মানের দিক থেকে আমরা সমান-সমান, এটা তৃপ্তির। এখানে হতাশার কিছু নেই। এই সফর সম্পূর্ণ সফল হয়েছে," হাসিনা বলেন।

 

সোমবার ভারত সফর শেষ করে এই দেশের ফিরেছেন হাসিনা।

 

উনি, শুক্রবার দ্বিপাক্ষিক সফরের জন্য ভারতে গেছিলেন।

 

দুই দেশের মধ্যে এই সফরের সময় চুক্তি-সমঝোতা স্মারকসহ ৩৬টি দলিল সই হয়েছে।

 

উনি বলেন ভারতের কাছে উনি বন্ধুত্ব পেয়েছেন।

 

"আমি তো কিছু চাইতে যাইনি, বন্ধুত্ব চাইতে গিয়েছিলাম, বন্ধুত্ব পেয়েছি," হাসিনা বলেন।

 

প্রধানমন্ত্রী আরও বলেনঃ "বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব অত্যন্ত সুদৃঢ় এবং বিবাদের মাধ্যমে কোনো কিছু অর্জন সম্ভব নয় বলে মত প্রকাশ করি।”

 

এইবারের সফরের সময় তিস্তা চুক্তি না হলেও, প্রধানমন্ত্রী আশার আলো দেখছেন বলে জানিয়েছেন।

 

উনি বলেনঃ "আমরা আলোচনা করছি। তিস্তা চুক্তি নিয়ে মমতা কিন্তু একেবারে না করেননি। আশপাশের নদীগুলো সংযোগ করে এটা করার কথা বলেছেন। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তা চুক্তি হবেই। তিনি (মোদি) ও আমি ক্ষমতায় থাকতে এটা হবে।"

 

হাসিনা বলেন এই সফরে হতাশ হওয়ার মত কিছু ঘটেনি।