Bangladesh

পাবনায় দম্পতির মৃতদেহ উদ্ধার

পাবনায় দম্পতির মৃতদেহ উদ্ধার

| | 07 Sep 2013, 01:06 am
ঢাকা, সেপ্টেম্বর ৬: এক দম্পতিকে মৃত অবস্থায় পাবনায় তাদের বাড়িতে পাওয়া যায় শুক্রবার, জানায় পুলিশ।

 মৃতেরা হল ইমরান হোসেন, ১৭, ও তাঁর স্ত্রী আলো খাতুন, ১৪, জানান বিমান কুমার, ঈশ্বরওয়ারদি থানার ওসি।

 
 ঈশ্বরওয়ারদি রেল গেট এলাকায় তাদের বস্তিবাড়ির ছাদ থেকে ইমরানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সকাল সাড়ে আটটা নাগাদ।
 
আলোর দেহে অনেক কোপানোর আঘাতের চিহ্ন আছে।
 
পুলিশ জানায় ইমরান হয়তো আলোকে খুন করে নিজে গলায় দড়ি দেয় বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের মধ্যে।
 
ইমরান আলোকে প্রেম করে বিয়ে করে ছয় মাস আগে কিন্তু তাঁরা পরস্পরের সাথে সুখী হয় না, জানান ইমরানের মা আমেনা খাতুন।
 
তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।