Bangladesh

দ্রুত বদরুল আলমের বিচারের জন্য সব পদক্ষেপ নেওয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুত বদরুল আলমের বিচারের জন্য সব পদক্ষেপ নেওয়া হবেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

| | 06 Oct 2016, 01:34 pm
ঢাকা, অক্টোবর ৬- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বৃহস্পতিবার জানিয়েছেন যে সরকার সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের বিচারের জন্য দ্রুত পদক্ষেপ নেবেন।

রাজধানীর স্কয়ার হাসপাতালে আজ মন্ত্রী নার্গিসকে দেখতে যান।

 

নার্গিসের হাসপাতালে চিকিৎসা চলছে।

 

সাংবাদিকদের সাথে কথা বলবার সময়, মন্ত্রী বলেনঃ "বিচার দ্রুত করতে যা যা করা দরকার তা করা হবে।”

 

কঠিন ভাষায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন যে ওনার সরকার বাংলাদেশের মাটিতে অপরাধী কাউকে দলীয় বিবেচনায় প্রশ্রয় দিচ্ছেন না।

 

আজ কলেজছাত্রীর উপর ছাত্রলীগ নেতার হামলার প্রশঙ্গে প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন।

 


বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে, প্রধানমন্ত্রী বলেনঃ "দলীয় হিসেবে আমরা তো তাকে প্রশ্রয় দিচ্ছি না।"

 

"সে শাস্তি পাবে," উনি বলেন।

 

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজে এক ছাত্রীকে কুপিয়ে আহত করার ফলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

 


স্কয়ার হাসপাতালে এই মুহূর্তে ছাত্রীটি মৃত্যুর সাথে লড়াই করছেন।

 

বদরুল গ্রেপ্তার হয়েছেন।