Bangladesh

ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে ৮ আহত

ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে ৮ আহত

| | 25 May 2013, 02:55 pm
ঢাকা, ডিসেম্বর ১৪: ঢাকার যাত্রাবাড়ী এলাকায় শুক্রবার সিলিন্ডার বিস্ফোরণে ৮জন আহত হয়।

 ঘটনাটি ঘটে বিবির বাগিচা অঞ্চলের এক বিয়েবাড়িতে।

 
আহতেরা হলেন বাড়ির মালিক ওমর ফারুক, ৩৮, তাঁর স্ত্রী নাজমা সুলতানা, ২৫, তাঁদের পুত্র নিহান, ৩, নাজমার বোন পারুল, ৩১ ও তসলিমা, ২৩, তাঁদের সন্তান তনভির, ৩, সুস্মিতা, ৪, ও আরমান, ৪।
 
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
ফারুক, নাজমা, পারুল ও তসলিমার অবস্থা সঙ্কটজনক।
 
পুলিশ জানায় ভোর ৫টা নাগাদ নাজমা রান্নাঘরে জল গরম করতে গেলে এই বিস্ফোরণ ঘটে।
 
আহতেরা ঢাকায় ফারুকের খুড়তুত ভাই মাহমুদুল হাসানের বিয়েতে এসেছিল।