Bangladesh

বিএনপি-জামাত ও আওয়ামী সংঘর্ষে মৃত ২

বিএনপি-জামাত ও আওয়ামী সংঘর্ষে মৃত ২

| | 26 May 2013, 04:21 am
ঢাকা, মার্চ ২৯: দুজনের মৃত্যু হয় ও দুজন সাংবাদিক ও তিনজন পুলিশককর্মী সহ ৪৫জন আহত হয় যখন বিএনপি-জামাত ও আওয়ামী লীগের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কল্যাণপুর বাজার গ্রামে শুক্রবার সকালে।

 আহতদের মধ্যে নয়জন গুলিবিদ্ধ হয়েছে।

 
 মৃতরা হল বিএনপি কর্মী ফরিদুল, ১৯, ও শিবির কর্মী ইউনুস, ১৮।
 
প্রত্যক্ষদর্শীরা জানায় বিএনপি ও জামাত-শিবিরের সদস্যেরা পুলিশের হাত থেকে জামাত নেতা হাবিবুর রহমানকে কাড়তে চেষ্টা করে যখন তাকে মাবুপুর গ্রাম থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
 
পুলিশ বাধা দিলে বিএনপি ও জামাত-শিবিরের সদস্যেরা আইনরক্ষকদের সাথে সংঘর্ষে নামে সকাল সাড়ে দশটা নাগাদ।
 
কিছু পরেই আওয়ামী লীগের সদস্যেরা সংঘর্ষে যোগ দেয়।
 
প্রসঙ্গত, হাবিবুরকে ভাংচুর ও অগ্নিসংযোগের অপরাধে গ্রেফতার করা হয়।
 
অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৪৩ রাউণ্ড কাঁদুনে গ্যাস, ২৫ রাউণ্ড বুলেট ও রবার বুলেট ছোঁড়ে।
 
আহতদের মধ্যে রয়েছেন বিটিভি ও মাই টিভির জেলা সাংবাদিকরা।
 
সংঘর্ষের সময়য় অনেক হাতবোমা বিস্ফোরণ করা হয় এবং অনেক দোকান ও আওয়ামী লীগ নেতা মানুনের বাড়ি সহ অনেক ঘরবাড়ি ভাংচুর করা হয়।
 
গুলিবিদ্ধ ফরিদুল ও ইউনুস উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মারা যায়। বাকিদের বিভিন্ন হাসপাতালে ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
 
সুরক্ষার খাতিরে ঘটনাস্থলে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও পুলিশের অতিরিক্ত বাহিনী নিযুক্ত করা হয়েছে।