Bangladesh

১৪জন শিবির সদস্য গ্রেফতার চট্টগ্রামে

১৪জন শিবির সদস্য গ্রেফতার চট্টগ্রামে

| | 26 May 2013, 03:24 am
চট্টগ্রাম, মার্চ ৯: পুলিশ ১৪জন ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের গ্রেফতার করে চট্টগ্রামে ধ্বংসাত্মক ক্রিয়া পরিকল্পনা করার অভিযোগে।

 প্রসঙ্গত, ইসলামী ছাত্র শিবির হল জামাত-এ-ইসলামীর ছাত্র সংগঠন।

 
পতেঙ্গা থানার ওসি মোঃ আলমগীর হসেন জানান যে পুলিশের কাছে খবর আসে একদল শিবির সদস্য শনিবার অপরাহ্নে একটি গোপন বৈঠক করছে চট্টগ্রামের হক সাহেবের গলির একটি বাড়িতে।  
 
"খবর পেয়েই আইনরক্ষকরা সেই বাড়িতে হানা দেয় ও ১৮জনকে গ্রেফতার করে," জানান হসেন।
 
জামাত-শিবিরের সদস্যেরা তাদের নেতা দিলাওয়ার হোসেন সয়েদিকে দেওয়া ফাঁসির প্রতিবাদে সারা দেশজুড়ে নানান ধ্বংসাত্মক ও হিংসাত্মক কার্যকলাপ করে চলেছে।
 
সয়েদিকে দেওয়া ফাঁসির প্রতিবাদে চলা হিংস্রতার তাণ্ডবে প্রাণ যায় ৮০জনের।
 
 ঢাকায় একটি ট্রাইব্যুনাল ফেব্রুয়ারি ২৮-এ সয়েদিকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় করা মানবতার বিরুদ্ধে অপরাধের শাস্তিস্বরূপ প্রাণদণ্ড দেয়।     
 
তারপরেই সারা বাংলাদেশ জুড়ে শুরু হয় জামাত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের হিংস্রতার তাণ্ডব।
 
সারা দেশ জুড়ে অগ্নিসংযোগ ও সম্পত্তি ধ্বংস করা চলে।    
 
পুলিশ জানায় নোয়াখালী, সাতক্ষীরা ও সিরাজগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাংচুর করে জামাত সদস্যেরা।
 
কুমিল্লার দাউদকান্দি উপজেলায়ও হিন্দু মন্দির ভাংচুর করা হয় ও আগুন লাগানো হয়। 
 
 যদিও, জামাত একটি প্রেস বিবৃতিতে এই অভিযোগ প্রত্যাখ্যান করে।