Bangladesh

মাদার তেরেসা পুরস্কার পাবেন ফারাজ আইয়াজ হোসেন

মাদার তেরেসা পুরস্কার পাবেন ফারাজ আইয়াজ হোসেন

| | 07 Nov 2016, 10:40 pm
ঢাকা, নভেম্বর ৮ঃ নিজের সাহসের পরিচয় দিয়েছিলেন গুলশান হামলার সময় আর সেই মানুষটিকে সম্মান জানাতে এগিয়ে এসেছে হারমনি ফাউন্ডেশন।

হারমনি ফাউন্ডেশন সোমবার জানিয়েছেন যে ঢাকার বুকে জঙ্গি হামলার সময় বন্ধুদের জন্য আত্মোৎসর্গকারী ফারাজ আইয়াজ হোসেনকে মাদার তেরেসা পুরষ্কারে এই বছর ভূষিত করা হবে।

 

এই ছোট্ট ও সাহসী ছেলেটিকে দেওয়া হবে  মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস সম্মান।

 

ফারাজের অভিভাবকদের মুম্বাই যাওয়ার জন্য বলা হয়েছে, ভারতের সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে।

 

সেখানে সন্তানের হয়ে ওনারা এই পুরষ্কার গ্রহণ করবেন।

 

বাংলাদেশের এই বীর সন্তানটি প্রথম সেই ব্যাক্তি হতে চলেছেন যাকে  মরণোত্তর এ পুরস্কার দেওইয়া হবে।

 

গুলশান হামলায় দেশের ও বিদেশের মানুষ নিয়ে ২০ জনের উপরে ব্যাক্তি প্রান হারান।