Bangladesh

 জাতীয় সম্প্রচার নীতিমালা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবেঃ টিআইবি

জাতীয় সম্প্রচার নীতিমালা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবেঃ টিআইবি

| | 14 Aug 2014, 01:08 pm
ঢাকা, আগস্ট ১৪- দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)বৃহস্পতিবার বলেছে যে জাতীয় সম্প্রচার নীতিমালা দেশের গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করবে।

 টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল  আজ  রাজধানীর একটি হোটেলে   সংবাদ সম্মেলনে  বলেনঃ "নীতিমালার শর্তগুলোর মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রণমূলক অবস্থা তৈরি করা হয়েছে।"

টিআইবি  বলেন যে  নীতিমালার  কিছুটা অংশ তথ্য অধিকারের সঙ্গে সাংঘর্ষিক ।

 টিআইবি আরও বলেন যে এই  নীতিমালা কোনভাবেই একুশ শতকের উপযোগী নয়