Bangladesh

রানা প্লাজা ধসে মৃত ১১১৯

রানা প্লাজা ধসে মৃত ১১১৯

| | 26 May 2013, 10:07 am
ঢাকা, মে ১২: উদ্ধারকারীরা সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে রবিবার আরো দুটি দেহ উদ্ধার করে।

 রানা প্লাজা ধসের ১৯ দিন পরে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১১১৯। 

 
"এই মৃতদেহগুলি রবিবার মাঝরাত থেকে সকাল এগারোটা পর্যন্ত উদ্ধার করা হয়েছে," জানায় পুলিশ কন্ট্রোল রুম।
 
এখনো পর্যন্ত ২৪৩৮জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  
 
উদ্ধারকারীরা জানান তাদের আশঙ্কা আরো অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নীচ থেকে পাওয়া যাবে।
 
শুক্রবার সাভারে রানা প্লাজা ধসের ১৭ দিন পরে জীবিত উদ্ধার হন রেশমা বেগম নামক এক মহিলা। 
 
উদ্ধারকারীরা তাকে নয়তলা ভবনটির ধ্বংসস্তূপের নীচে থেকে বের করেন।
 
রেশমা ভবনটির বেসমেন্টে আটকা পড়ে ছিলেন।
 
বাংলাদেশ আর্মি জানায় ৭১২টির বেশী দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।  
 
এপ্রিল ২৪,  সকাল পৌনে নয়টা নাগাদ ঢাকার সাভার এলাকায় রানা প্লাজা ধসে পড়ে, তার থাম ও মেঝেতে ফাটল দেখা দেওয়ার একদিন পরেই। সেই সময় ভবনটিতে ৩০০০-এর মত বস্ত্র কর্মচারী ছিল বলে সংবাদমাধ্যমের কাছে খবর আছে।   
 
রানা প্লাজায় একটি শপিং মল, পাঁচটি বস্ত্র কারখানা ও ব্রাক ব্যাঙ্কের একটি শাখা ছিল।
 
এই ঘটনায় ভবনটির মালিক সহেল রানাকে গ্রেফতার করা হয় যশোরের বেনাপোল থেকে।