Bangladesh

নারায়ণগঞ্জে এবার মসজিদের হাউস পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ
নারায়ণগঞ্জ শহরেরবাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ জামে মসজিদ (ছবি সংগৃহিত)।

নারায়ণগঞ্জে এবার মসজিদের হাউস পরিষ্কার করতে গিয়ে বিস্ফোরণ

Bangladesh Live News | @banglalivenews | 18 Sep 2020, 08:34 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২০ : নারায়ণগঞ্জে আবারও একটি মসজিদের পাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মসজিদের অজুখানার পানির হাউস পরিষ্কার করতে গিয়ে লোহার পাইপ বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারের সঙ্গে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় পাইপ মিস্ত্রি মনির হোসেন মারা গেছেন। আর মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের ২নং বাবুরাইল এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মনির হোসেন শহরের ১নং বাবুরাইল এলাকার মোজাফ্ফর কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শহরের ২নং বাবুরাইল এলাকার একটি মসজিদের অজুখানার হাউস পরিষ্কার করার সময় একটি লোহার রড উঁচু করতে গিয়ে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক ট্রান্সমিটারের তারে লেগে স্পার্ক করলে এ বিস্ফোরণ ঘটে। এতে পাইপ মিস্ত্রি মনির হোসেন দগ্ধ হয়ে মারা যান। আর বিস্ফোরণে মসজিদের মুয়াজ্জিন সোলয়মান দগ্ধ হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।